৭০ টাকায় চি‌নি ও ১০০ টাকায় সয়াবিন তেল বি‌ক্রি করবে টিসিবি

Estimated read time 0 min read
Ad1

মঙ্গলবার (১৩ জুন) থেকে ১০০ টাকা দরে প্র‌তি লিটার বোতলজাত সয়াবিন তেল এবং প্র‌তি‌কে‌জি ৭০ টাকায় চি‌নি বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি ন্যায্যমূল্যে মসুর ডালও বি‌ক্রি হ‌বে।

সোমবার (১২ জুন) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, টিসিবি সয়াবিন তেলের দাম বাজারের সঙ্গে সমন্বয় করে ১১০ টাকার পরিবর্তে ১০০ টাকা করা হয়েছে। অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। গত মাসে সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায় বিক্রি করেছে টি‌সি‌বি।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ঢাকা মহানগরীসহ সারাদেশে জুন মাসের বিক্রয় কার্যক্রম ১৩ জুন থেকে শুরু হবে ।

একজন ফ্যামিলি কার্ডধারী ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলো পরিচালনা করবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours