ফটিকছড়িতে রোগাক্রান্ত সরোয়ারের পাশে দাঁড়াল ইসলামী ছাত্রসেনাঃচিকিৎসা তহবিলে এক লক্ষ টাকা অনুদান।
নূরুল আবছার নূরী
ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা ও হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী, ব্যাংকার মোহাম্মদ সরোয়ার জটিল লিভার সিরোসিসে আক্রান্ত। ডাক্তারের পরামর্শ মতে একমাত্র চিকিৎসা লিভার ট্রান্সপ্ল্যান্টেশনে প্রয়োজন ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকা। যা সারোয়ারের মত মধ্যবিত্ত পরিবারের পক্ষে কখনোই সম্ভব নই। সারোয়ারের এই কঠিন সময়ে পাশে দাড়াই সারোয়ারে বন্ধু-বান্ধব, স্কুল ব্যাচের শিক্ষার্থীরা ও সচেতন সকলেই। ইসলামী ছাত্রসেনা হারুয়ালছড়িও মানবিক দায়িত্ববোধ থেকে কাজ শুরু করে সরোয়ারের জন্য। সংগঠনের শিক্ষিত, সচেতন, মেধাবী নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে এবং সংগঠনের নিজস্ব তহবিল থেকে স্বল্প সময়ে ১,০০,০০০(এক লক্ষ) টাকার ফান্ড করতে সমর্থ হয় তারা। সরোয়ারের চিকিৎসা তহবিলে
আজ ১৯ জুলাই, শনিবার হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন উপস্থিতিতে “Support For Sarwar” এর মাধ্যমে সরোয়ারের ছোট ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সাইফুদ্দিনকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা হস্তান্তর করে ইসলামী ছাত্রসেনা হারুয়ালছড়ির নেতৃবৃন্দ।। চিকিৎসা তহবিলে একক ফান্ড হিসেবে এটাই প্রথম বৃহৎ অনুদান।।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ইসলামী ছাত্রসেনা মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় একটি মানবিক সংগঠন। মানবিক সকল কাজে ইসলামী ছাত্রসেনা অগ্রগামী ভূমিকা পালন করে। এটাও তার ব্যাতিক্রম নই।
হারুয়ালছড়ি ইউনিয়ন চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন চৌধুরী ইসলামী ছাত্রসেনা হারুয়ালছড়ির এই উদ্যোগকে স্বাগত জানান।
সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সরওয়ারের পাশে এসে দাড়ানোর আহবান জানান “Support For Sarwar”
+ There are no comments
Add yours