আজ ১৩ জুন ( মঙ্গলবার) সকালে জামালপুর শহরের ফৌজধারী মোড়ে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের জন্য মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
গত ১১ই জুন থেকে দেশের সকল এমপিভুক্ত স্কুল ও মাদ্রাসায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের জন্য ধর্মঘট চলছে।শিক্ষকদের ধর্মঘটে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে।সরকারের পক্ষ থেকে দাবীর প্রতি কোন সাড়া না পাওয়ায় আজ সারা দেশের ন্যায় জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিটি এর জামালপুর জেলার সভাপতি মোঃ মফিজ উদ্দিন মানববন্ধনে বক্তব্য রাখেন বিটি এর জামালপুর জেলার সাধারন সম্পাদক আসাদুজ্জামান, কর্মচারী পরিষদের কৈন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলী, জেলা সহ সভাপতি আব্দুর রউফ,সোলায়মান হোসেন জয়নাল আবেদীন,এমদাদুল হক প্রমুখ।
বক্তারা বলেন দ্রূতই দাবী মেনে না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে। কর্মচারী নেতা জাফর আলী আলী বলেন , শিক্ষা ক্ষেত্রে বৈসম্য নিরুসনে জাতীয়করনের কোন বিকল্প নাই।মাধ্যমিক শিক্ষা জাতীয়করনে সরকারে তেমন একটা অর্থের প্রয়োজন হবে না। প্রতিষ্ঠানের অর্থ সরকারি কোষাধারে জমা নিয়ে সেই অর্থ দিয়েই জাতীয়করন সম্ভব।
+ There are no comments
Add yours