মাদারীপুরের শিবচরে গোয়াল ঘরে আগুন লেগে কোরবানিতে বিক্রির জন্য লালন-পালন করা ২টি গরু ও ১টি ছাগলের মৃত্যু হয়েছে।
গতকাল (১৪ জুন) রাত ১০টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গরু রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন মজিবর হাওলাদার (৬৫) নামের এক কৃষক।
অগ্নিদগ্ধ ওই ব্যক্তিকে রাতেই ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মজিবর হাওলাদার ওই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর হাওলাদার গোয়াল ঘরে ৩টি গরু ও ১টি ছাগল বাঁধা ছিল। কুরবানির ঈদের জন্য তিনি গরুগুলো বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। গতরাতে গোয়াল ঘরে মশা দূর করতে ঘরে কয়েল জ্বালিয়ে রাখেন। রাত ১০টার দিকে হঠাৎ করেই গোয়াল ঘরে আগুন দেখতে পান তিনি।
এ সময় গরু বাঁচাতে ঘরে প্রবেশ করে বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুন ধরে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
+ There are no comments
Add yours