প্রকাশ্য দিবালোকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আটক ১

Estimated read time 1 min read
Ad1

আব্দুল কাইয়ুম // নোয়াখালী জেলা শহর মাইজদীর গুপ্তাংক এলাকার বার্লিংটন মোড়ে মানিক মিয়ার বাড়িতে মা ও মেয়ের খুনের ঘটনা ঘটেছে।

গতকাল (১৪ জুন) সকাল অনুমানিক ১০ ঘটিকায় নোয়াখালী সদরস্থ গুপ্তাংক এলাকার বার্লিংটন মোড়ে মানিক মিয়ার বাড়িতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে ২-৩ জন দুর্বৃত্ত ছুরিকাঘাত করে বাসায় অবস্থানরত মা ও মেয়েকে খুন করে মর্মে জানা যায়।

ঐ বাসার এক ভাড়াটিয়া নারী জানান, সকালে দ্বিতীয় তলা থেকে চিৎকার করতে করতে প্রিয়ন্তী রক্তাক্ত অবস্থায় দরজার সামনে আসে। পরে দরজা খুলে দিলে সে মেঝেতে পড়ে যায়।

পরে তাকে রক্তাক্ত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমিন নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, ওই বাসা থেকে এক যুবক বের হওয়ার সময় তাকে আটক করতে চাইলে প্রথমে সে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে প্রায় ২০০ মিটার দূর থেকে ধাওয়া করে আটক করেন তারা।

এ সময় ওই যুবকের জামা-কাপড় রক্ত মাখা ছিল। পরে স্থানীয়রা প্রিয়ন্তীদের দোতলার বাসায় গিয়ে দেখেন তার মা নুর নাহারও রক্তাক্ত অবস্থায় এক কক্ষে পড়ে রয়েছেন।

খুন হওয়া মা ও মেয়ের হলেন-১। নুরুন্নাহার (৩২) পিতা-হাজী সাইফুল্লাহ, স্বামী-ফজলে আজিম কচি, ২। প্রিয়ন্তী (১৭), পিতা-ফজলে আজিম কচি, উভয়ের ঠিকানা: গ্রাম-গুপ্তাঙ্ক,বার্লিংটন মোড়, ০৫ নং ওয়ার্ড,পৌরসভা, সদর,নোয়াখালী।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল পিপিএম (বার) জানান, ঘটনাস্থলে সুধারাম মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন রয়েছে । উক্ত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আলতাফ হোসেন নামের একজনকে ঘটনাস্থল হতে আটক করে। বর্তমানে ধৃত আসামী সুধারাম মডেল থানা হেফাজতে রয়েছে ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours