রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সোনার দোকানে চুরি করা চক্রের ৮ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৪ এপ্রিল রাজধানীর ভাটারার মাদানী এভিনিউয়ের নূর জুয়েলার্সে করা চুরির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। চুরির সোনা তারা মাত্র ৩৫ হাজার টাকা ভরিতে বিক্রি করে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ২ ভরি সোনা, সোনা বিক্রির ১২ লাখ টাকা এবং তালা কাটার যন্ত্রপাতি, চুরির কাজে ব্যবহৃত তিনটি বিএমডব্লিউ ছাতা উদ্ধার করা হয়।
আজ (১৫ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে এবিষয়ে সংবাদ সম্মেলন করেন ডিবির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান।
মামলার তদন্তের বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা লালবাগ জোনাল টিম মামলাটি প্রায় ২ মাস তদন্ত করে ভিডিও ফুটেজ বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে ১৩ জন আসামিকে শনাক্ত করে।
বিভিন্ন মাদক, অনলাইন/অফলাইন জুয়া এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপে আসক্ত ভাসমান এই চোরদের বুধবার (১৪ জুন) কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া ও নারায়ণগঞ্জ জেলাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ওই চোর চক্রের সর্দারসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
+ There are no comments
Add yours