বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, যুগশ্রেষ্ঠ বুযুর্গ, ওলীকুল শিরমণী, হযরত হাফেজ্জী হুজুর রহ. এর প্রতিষ্ঠিত বাংলাদেশে খেলাফত আন্দোলন অন্যান্য প্রচলিত রাজনৈতিক দলের মতো নয়। এটি কোরআন – সুন্নাহ মোতাবেক পরিচালিত একটি আদর্শবাদী দল।
যার প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। একজন নিষ্ঠাবান কর্মী হয়ে আমরা এই আন্দোলনের সাথে শরীক থাকতে পারলে হযরতের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ইমাম মাহদী আ. এর সৈনিকদের সাথে সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারব। সর্বশেষ তিনি উপস্থিত নেতা কর্মীদেরকে আন্দোলনের কাজকে অতীতের চেয়ে আরো বেগবান করার আহবান জানান।
তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জনের অর্ধশতাব্দীকাল পেরিয়ে গেলেও আমরা একটি সর্বমহলে গ্রহণযোগ্য, পেশিশক্তির প্রভাবমুক্ত শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারিনি। ফলে বারবার জনগণের ভোটাধিকার ক্ষুন্ন হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনী তাকিয়া রোডে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের ফেনী জেলা শাখা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী একথা বলেন। বিভাগীয় সমন্বয়কারী ও ফেনী জেলার আহবায়ক মাওলানা আনোয়ার উল্লাহ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতি কামরুল ইসলাম, ফেনী জেলার নব নির্বাচিত আমীর মাওলানা গাজী ইউসুফ, সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মুফতি আলাউদ্দিন, মাওলানা হাকিম আব্দুল মোমিন মামুন, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আহমদ আলী, মুফতি আবুল কাশেম, মাওলানা হাফেজ ইলিয়াস, মাওলানা ওমর ফারুকসহ ফেণী জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
বিশেষ অতিথীর বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, বর্তমান বাজেটে জনগণের উপর অযাচিত করের বোঝা কমানো, দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা, লোডশেডিং কমানো, বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। মাওলানা হামিদী আরো বলেন, দূর্নীতি, হত্যা, সন্ত্রাস, ছিনতাই, ধর্ষণের কবল থেকে দেশের জনগণকে রক্ষা করতে হলে খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। হাফেজ্জী হুজুরের রাজনৈতিক চেতনায় উজ্জীবিত হয়ে সমাজের সকল স্তরে উলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
কর্মী সম্মেলনে ফেনী জেলার বিগত কমিটি বিলুপ্ত করে মাওলানা গাজী ইউসুফকে জেলা আমীর, মাওলানা আনোয়ারুল্লাহ ভূঞাকে সিনিয়র নায়েবে আমীর, মাওলানা জয়নাল আবেদীনকে সেক্রেটারি ও মাওলানা আলাউদ্দিন নূরীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে। সাথে সাথে ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, দাগুনভুইয়া ও সোনাগাজী থানারও ২১ সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
+ There are no comments
Add yours