‘ইস্ট ওয়েস্ট ফুট ওভারব্রিজ’ নির্মাণকাজের উদ্বোধন

Estimated read time 1 min read
Ad1

ঢাকার আফতাবনগর এলাকায় ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’ নামে একটি ফুট ওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এই সেতুটি আফতাবনগরকে হাতিরঝিলের মেরুল বাড্ডা প্রান্তের সঙ্গে যুক্ত করবে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই উপলক্ষে ১৬ জুন ২০২৩ ‘মঞ্জুর এলাহী’ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। মেয়র আতিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রায় চার কোটি টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজটি হবে দেশের সবচেয়ে সুন্দর। ছয় মাসের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওপর।

এছাড়া ডেঙ্গু জ্বরের ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে বর্ষাকালে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান মেয়র। সৈয়দ মনজুর এলাহী, চেয়ারপারসন, বোর্ড অব ট্রাস্টিজ, ইডব্লিউইউ, ইডব্লিউইউর প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ইডব্লিউইউর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর জনাব মাসুম গণি এবং ডিএনসিসির আরেক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. রফিকুল হুদা চৌধুরী, সদস্য বোর্ড অব ট্রাস্টি, ইডব্লিউইউ, জনাব নওশাদ শামসুল আরেফিন, ট্রাস্টি বোর্ডের সদস্য, জনাব মনসুর মুমিন, সদস্য বোর্ড অব ট্রাস্টি, ইডব্লিউইউ, প্রো-ভাইস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, অনুষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে মেয়র আতিকুল ইসলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি চত্বরে বৃক্ষরোপণ করেন এবং তাপপ্রবাহ থেকে নগরীকে বাঁচাতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours