চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে গেলে তরুণ সাংবাদিক খবর বাংলা২৪ এর সীতাকুণ্ড প্রতিনিধি জয়নাল আবেদীনের উপর দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ অর্থ ও সাংবাদিকতার আইডি কার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে । এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
২৮ ডিসেম্বর (২০২০) সোমবার বিকাল ৩:৪৫ মিনিটে সীতাকুণ্ড পৌরসভাস্থ মহিলা মাদ্রাসা কেন্দ্রের বাইরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে।
সাংবাদিক জয়নাল জানায়, তারওপর হামলাকারীরা হলেন সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামের বাসিন্দা মোঃ মামুন (২৮) পিতা-মৃত বাবুল,মোঃ মাসুদ (২৫) পিতা- আলাউদ্দিন, গ্যাং লিডার সাইফুল (২৮) পিতা-ছাবের সহ অজ্ঞাত আরো ৭/৮ জন।
এই বিষয়ে সাংবাদিক জয়নাল আবেদীন বলেন,আমি দুপুরে খাওয়া দাওয়া করে আমার ইদিলপুর গ্রামের মহিলা মাদ্রাসা কেন্দ্রে সংবাদ সংগ্রহের কাজে বের হই।এরপর সেখান থেকে যাওয়ার সময় কেন্দ্র থেকে কিছু দূরে এসে তারা আমাকে অতর্কিত হামলা চালায়।১০/১২ জন সন্ত্রাসী আমার গলা থেকে সাংবাদিকতার আইডি কার্ড ছিনিয়ে নেয় এবং আমার পকেট থেকে ১৩ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়।
এরা মূলত চাঁদাবাজ ও সন্ত্রাস। পূর্বে কোন এক সাংবাদিক তার নামে নিউজ প্রকাশ করে কিন্তু সে আমাকে সন্দেহ করে এবং হুমকি ধমকি দিয়ে আসছিল। তারই পরিপ্রেক্ষিতে আজ আমার শরীরের বিভিন্ন স্থানে তারা আঘাত করে। আমি যদি দৌড়ে না পালাতাম তারা আমাকে মেরে ফেলতো। এরা নির্বাচনকে পুঁজি করে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে অংশ নেন।
+ There are no comments
Add yours