সকল চাকরির আবেদন ফি বাতিল, বেকার ভাতা চালু করাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেকার সম্প্রদায়।
আজ (১৬ জুন) প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি আল কাওছার মিয়াজী বলেন, ঢাকাসহ প্রত্যেক বিভাগ ও জেলা শহরে বেকারের সবচেয়ে বড় সমস্যা হলো আবাসন। বেকার বা ব্যাচেলরদের বাড়িওয়ালারা বাসা ভাড়া দিতে চায় না।
আর দিলেও হাজারো শর্ত জুড়ে দেয় এবং বাসা ভাড়া কয়েক গুণ বেশি দিতে হয়। বিশ্বের প্রায় প্রত্যেক দেশে বেকারদের জন্য বেকার হোস্টেল রয়েছে। বর্তমানে সময়ের প্রয়োজনে বাংলাদেশেও বেকার হোস্টেলের কোনো বিকল্প নেই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. আসাদ আলী খান, মো. কামরুল ইসলাম, মো. সাইদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. সাদেকুল ইসলাম, বঙ্কিম চন্দ্র সরকার, অহিদুল ইসলাম ফয়সাল প্রমুখ।
তাদের ৪ দফা দাবিগুলো হলো-
- ঢাকাসহ প্রত্যেক বিভাগ ও জেলা শহরে পর্যাপ্ত বেকার হোস্টেল করতে হবে এবং প্রত্যেক বেকারকে বেকার ভাতা দিতে হবে।
- সকল চাকরির আবেদন ফি ও বিশ্ববিদ্যালয় এর আবেদন ফি বাতিল করতে হবে।
- ৩য় এবং ৪র্থ শ্রেণির চাকরিতে (১১-২০ মোড) জাতীয় নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগ দিতে হবে।
- বেকারকে উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ঋণ দিতে হবে এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা যৌক্তিকতার ভিত্তিতে বৃদ্ধি করতে হবে।
+ There are no comments
Add yours