ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নির্বাচনে জামাল-মিজান পরিষদের জয়

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাণের সংগঠন প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদের নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হন জামাল মোস্তফা চৌধুরী সম্পাদক নির্বাচিত হন মিজানুর রহমান সেলিম।

গত ১৭ জুন শনিবার সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চট্টগ্রাম আইনজীবী সমিতির অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার মোঃ জসিম উদ্দিন খান সহকারী কমিশনার অ্যাডভোকেট ড. মঈন উদ্দিন আহমদ ও মোঃ মীর সাইফুদ্দীন খালেদ চৌধুরীর তত্বাবধানে সুষ্ঠ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।

ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণায় দেখা যায় জামাল- মিজান পরিষদ পূণ্য প্যানেলে বিপুল ভোটে জয়লাভ করে।

২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি তে আরো যারা নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে এস এম মাহবুবুর রহমান মোঃ মোরশেদুল আলম এস এম মাহবুব উল বশর, যুগ্ম সম্পাদক পদে ওমর ফারুক হোসাইনী,অর্থ সম্পাদক আ ন ম নাসির উদ্দীন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেহেনা আকতার বেগম তথ্য গবেষণা ও সেমিনার সম্পাদক সৈয়দ মোঃ তৌহিদুল ইসলাম সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ শাহজাহান দপ্তর সম্পাদক মোঃ নুরুল বশর রাসেল সমাজকল্যাণ সম্পাদক মোঃ আইয়ুব আলী মহিলা সম্পাদক সোলতানারা বেগম। উল্লেখ যে মোস্তফা নাজমুল কাউসার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া নির্বাহী সদস্য পদে মোঃ শামসুল আলম, নুর মোহাম্মদ, অধ্যাপক আহমদ ইমরানুল আজিজ, অ্যাডভোকেট সাইফুদ্দীন মোঃ খালেদ, জাহাঙ্গীর আলম, অধ্যাপক এ এম রমিজ আহমদ ও মোঃ দেলোয়ার হোছাইন।

মো: আনোয়ার আজম
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours