ঈদুল আজহার দিন চট্টগ্রাম নগরে তৈরি হওয়া বিপুল বর্জ্য বিকেল ৫টার মধ্যেই পরিষ্কার করার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগ।
আজ (১৯ জুন) এক সভায় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী কোরবানির ঈদ বর্ষা এবং মধুমাসের মাঝে হওয়ায় বাড়তি চাপের বিষয়টি যাতে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো বাধা না হয়, সে ব্যাপারে সজাগ থেকে প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে বলেন।
চসিক সূত্র জানায়, নগরের ৪১ ওয়ার্ডকে ৬টি জোনে ভাগ করে মোট ৩৭০টি গাড়ি বর্জ্য অপসারণে কাজ করবে। এ কার্যক্রম সফল করতে কাজ করবেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও মো. মোরশেদ আলম।
সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর মো. মোবারক আলী, কাউন্সিলর কাজী নুরুল আমিন, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম এবং মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
+ There are no comments
Add yours