১৬ জুন ২০২৩ রোজ শুক্রবার “সাহিত্য ও সংস্কৃতি চর্চায় জেগে উঠুক মানবতা” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেলো স্বপ্নকথা সাহিত্য পরিষদ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক মহামিলন উৎসব।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন সিভিক ডেভেলপমেন্ট চেয়ারম্যান ও স্বপ্নকথা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব আলী আকবর। উদ্বোধনী ঘোষণা করেন একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। প্রধান আলোচকঃ একুশে পদক প্রাপ্ত কবি আসলাম সানী। আলোচকঃ কবি সংগঠক ও প্রকাশক মাহমুদুল হাসান নিজামী। কবি ও অভিনেতা এবিএম সোহেল রশীদ। কবি ও প্রিয়জন সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা মোসলেহ উদ্দিন। কবি ও স্বপ্নকথা উপদেষ্টা, আলমগীর জুয়েল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস আরিফা বেগম সমাজসেবক ও আবৃত্তিকার । এনামুল হক হাজারী সভাপতি, জুগিরকান্দি এইচ কে দাখিল মাদ্রাসা ও কার্যকরী উপদেষ্টা স্বপ্নকথা। রেজাউর রহমান সমাজসেবক- বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক স্বপ্নকথা ফাউন্ডেশন।আলহাজ্ব শরীফ সাকী সমাজসেবক বিশিষ্ট আইনবিদ। নার্গিস খান, কবি ও গল্পকার- অধ্যক্ষ, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ। আশফাক নওসের অভিনেতা ও পরিচালক। কবি মাসুম বিল্লা ছাড়া ও আরও অনেকেই।
স্বাগত বক্তব্য রাখেন এসএকে রেজাউল করীম কবি ও কার্যকরী উপদেষ্টা স্বসাপ, মোসাদ্দিক সাজুল কবি ও সাধারণ সম্পাদক স্বপ্নকথা সাহিত্য পরিষদ।
সাংঠনিক বক্তব্য রাখেন ডঃ খান আখতার হোসেন প্রতিষ্ঠাত গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ। ইশতিয়াক হোসেন কবি ও প্রতিষ্ঠাতা কবি ও কবতার ভুবন। বাদল কৃষ্ণ বণিক, প্রতিষ্ঠাতা মৌচাক সাহিত্য পরিষদ। মোঃ সোহাগ কবি ও শতরূপা ফাউন্ডেশনের চেয়ারম্যান। কাজী ছাব্বীর, কবি ও ঔপন্যাসিক। কবি আতাউল ইসলাম সবুজ, ভাইসপ্রেসিডেন্ট অনুপ্রাস জাতীয় কবি সংগঠন জহিরুল হক বিদ্যুৎ, কবি ও আবৃত্তিকার। বেল্লাল হাওলাদার কবি ও প্রতিষ্ঠাতা প্রানের মেলা সাহিত্য পরিষদ। মুহাম্মদ আমির হোসেন প্রতিষ্ঠাতা- অন্য ভুবন সাহিত্য পরিষদ। এম এ আলীম কবি ও সংগঠক। ফারুক জাহাঙ্গীর, প্রতিষ্ঠাতা- বাংলা কবিতাঙ্গন।লাভলু হোসেন, প্রতিষ্ঠাতা নজরুল স্মৃতি সংসদ। সহ আরও ৬০ টি সংগঠক প্রধান।
কোলকাতা থেকে আমন্ত্রিত অতিথি ছিলেনঃ সুজাতা দাস, ঔপন্যাসিক কবি সাহিত্যিক ও সমাজসেবিকা, চৈতালী দাসমজুমদার, কবি- সাহিত্যিক এবং সংগঠক, কবি এম:ইলিয়াস ঘরামী—ভারত পশ্চিম বঙ্গ ক্যানিং টাউন, সংগীতা দেওয়ানজী, কবি-প্রাবন্ধিক- আগরতলা ত্রিপুরা, দেবিকা বন্দ্যোপাধ্যায়, আবৃত্তিকার-সঞ্চালিকা কোলকাতা, কবি শেফালি দেবনাথ, ভাতর পশ্চিম বঙ্গ কলকাতা সহও আরও অসংখ্য কবি সাহিত্যিক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এম এ আস্কর কবি ও সহ সভাপতি স্বপ্নকথা কেন্দ্রীয় কমিটি, মোঃ কামরুল হাছান সাধার সম্পাদক, বাংলাদেশ সঃ প্রাঃ বিদ্যালয় শিক্ষা সমিতি ও উপদেষ্টা স্বপ্নকথা।
ফিরোজা খান কবি ও উপদেষ্টা স্বপ্নকথা। আঁখি জাহান কবি ও উপদেষ্টা স্বপ্নকথা। মোঃ জুয়েল রানা মজুমদার একুশে সংবাদ, কুমিল্লা জেলা প্রতিনিধি। সাংবাদিক মোঃ আবদুল আউয়াল সরকার, সভাপতি- মাসাইন্টারন্যাশনাল, কুমিল্লা। নারায়ণ কুণ্ড ডাইরেক্ট এমডি স্মরক সঞ্চয় ও ঋণ দাদা সমিতি লিঃ
সভাপতিত্বে ছিলেন ডা. মেজবাউল হাসান, কবি- সিনিয়র সহ সভাপতি স্বপ্নকথা, ও ডাইরেক্টর আল রাফি হসপিটাল লিঃ, ও রোকসানা সুখী, কবি সম্পাদক প্রকাশক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বপ্নকথা।
অনুষ্ঠানটিতে ছিলো দেশ ও দেশের বাহিরের অসংখ্য কবি- সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের উপচে পড়া ভিড়। ছিলো সমাজের অসংখ্যা গন্যমান্য ব্যক্তিত্বগণ। অতিথি আপ্যায়ন ও গুণীজন সংর্বধনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
+ There are no comments
Add yours