অদ্য ২০/০৬/২০২৩ খ্রিঃ নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা নোয়াখালী জেলার মাইজদী শহরস্থ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল ইসলাম,(পিপিএম-বার) নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, জেলা এনএসআই নোয়াখালী জেলা কার্যালয়ের যুগ্ম-পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজিমুল হায়দার সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা, রোহিঙ্গা নাগরিক যাতে পাসপোর্ট করতে না পারে সেই জন্য পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সচেতন হতে হবে।
পাসপোর্ট করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ভালোভাবে যাচাই করতে হবে। কোন রোহিঙ্গা নাগরিককে স্থানীয় চেয়ারম্যান যদি নাগরিক সনদপত্র দিয়ে থেকে তার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান দায়ী থাকবেন।
এছাড়া, জুমার নামাজের খুদবায় রাজনৈতিক আলাপ না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়। আসন্ন ঈদুল আযহায় গরু কোরবানির পরে নিজ দায়িত্বে চামড়ায় লবন দেওয়ার জন্য বলা হয়।
উল্লেখ্য, জেলা উন্নয়ন সমন্বয় সভা শেষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা এবং পুষ্টির জন্য মাল্টি-সেক্টরাল সহযোগিতা ও সমন্বয় করার কর্মশালা অনুষ্ঠিত হয়।
মোঃ সামছুল হক শামীম
+ There are no comments
Add yours