উলিপুরে জাকের পার্টির কাউন্সিল অনুষ্ঠিত

Estimated read time 1 min read
Ad1

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাকের পার্টির কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উলিপুর বণিক সমিতি কার্যালয়ে উরিপুর উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে জাকের পার্টি, যুবফ্রন্ট, ছাত্রফ্রন্ট, ছাত্রীফ্রন্ট, মহিলাফ্রন্টসহ সকল সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ নিজের পছন্দের প্রার্থী বাছাইকল্পে ভোটদান করেন।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা জাকের পার্টির সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।কাউন্সিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাকের পার্টির কেন্দ্রীয় নেতা, মুরাদ হোসেন জামাল, মাহবুবুর রহমান হায়দার, আব্দুল লতিফ খান যুবরাজ, শেখ নজরুল ইসলাম লিটন, আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম সাইফী, আলহাজ্ব মুফতি মাওঃ মাসুম বিল্লাহ্, রবিউল ইসলাম (রবি), মোর্শেদ হাসান জামাল, দেলোয়ার হোসেন, বিপ্লব বণিক, শেখ মোঃ নজরুল ইসলাম, আব্দুর রশিদ হাওলাদার, কৃষক মহিউদ্দিন ফকির, মুফতি মাওঃ কাউসার আহমেদ চাঁদপুরী, উলিপুর পৌর কাউন্সিলর রাজু প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সামনে রেখে ৩০০টি আসনে ৩০০ প্রার্থী বাছায়ের লক্ষ্যে জাকের পার্টি আসন ভিত্তিক কাউন্সিল কর্মসূচি শুরু করেছে গত ১০ জুন।

ইউনুস আলী

কুড়িগ্রাম প্রতিনিধি

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours