সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ছেড়ে দেওয়ার জন্য ১০ মিনিট সময় দিয়েছে পুলিশ।
আজ (২১ জুন) রাত ৮টা ১৪ মিনিটের দিকে মাইকে এ-ই ঘোষণা দেন নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ মাহমুদ।
এর আগে প্রায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা৷ সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে বুধবার (২১ জুন) দুপুর ২ টা ২০ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা৷
শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। এর আগে গতকালও নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা৷
তবে শিক্ষার্থীদের এ অবরোধ তুলে নিতে বেশ কয়েকবার সাত কলেজের শিক্ষক প্রতিনিধিদের ঘটনাস্থলে আসতে দেখা গেছে।
+ There are no comments
Add yours