৩০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় চট্টগ্রাম চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মোরশেদ মুরাদ ইব্রাহিম ও তার মা গুলশান আরা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (২১ জুন) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, একই সঙ্গে দুজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ৩০ কোটি ৩৯ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর মামলাটি দায়ের করে। মামলার পর বিবাদীরা ৪ বছরে কোনো টাকা পরিশোধ করেননি। এছাড়া ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি ৩৩(১) ধারা অনুযায়ী নিলামে বিক্রির জন্য বিজ্ঞপ্তি প্রচারিত হলেও আগ্রহী ক্রেতার অভাবে নিলাম বিক্রয় সফল হয়নি।
সবমিলিয়ে আইনগত কারণে বিবাদী দুজনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে দুজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
+ There are no comments
Add yours