চেয়ারম্যানের গামছা পরিয়ে বিদায়ের হুমকিতে নিরাপত্তাহীনতায় ইউএনও

Estimated read time 1 min read
Ad1

যুবলীগের শান্তি সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) গামছা পরিয়ে বিদায় করার হুমকি দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন।

হুমকি দেয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিব্রত হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান ইউএনও উম্মে তাবাসসুম।

গত সোমবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়ে উপজেলা যুবলীগের ডাকে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। এসময় তিনি বলেন, সবাই প্রস্তুত থাকো, যে নকশা চলছে আগামী ঈদের পরে ভোলাহাট ইউএনও উম্মে তাবাসসুমকে গামছা পরিয়ে এই উপজেলা থেকে বিদায় করা হবে। এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ লড়াই করে টিকে আছে। তাই এখানে ভয় দেখানোর কিছু নেই। কিভাবে তুমি আওয়ামী লীগের চেয়ারম্যানকে সরিয়ে জামায়াত-বিএনপির লোককে বসানোর চেষ্টা করছো, এটা তোমাকে ঈদের পরে ঠিক দেখানো হবে। তোমার ১৪ গুষ্টির নাম ভুলিয়ে দেওয়া হবে।

দুই মিনিট ৪৩ সেকেন্ডের প্রকাশিত ভিডিওটিতে পুরো সময় জুড়ে ইউএনওকে নিয়ে বিষোদগার করেন তিনি। তিনি আরও বলেন, আমাকে বরখাস্ত করার জন্য উৎপাত চলছে। আমার কর্মচারী চালকের ওভারটাইম বেতন দেওয়া হচ্ছে না। শুধু জামায়াত-বিএনপি নয় প্রশাসনে বসেও শেখ হাসিনার নামে যারা চলছে, বর্তমান ইউএনও সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এখানে দাঁত ভাঙা জবাব কেউ দেখেনি, সবাই চুপচাপ আছে ইনশাআল্লাহ ঈদের পরে সেই রুপ দেখতে পাবে। আওয়ামী লীগের চেয়ারম্যানকে সরানোর পাঁয়তারা করছে। ঈদের পরে তোমার চৌদ্দ গুষ্টির দাঁত ভেঙে দেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। তিনি আরও জানান, ইউএনওর বিরুদ্ধে এর আগে কখনও উপজেলা চেয়ারম্যান লিখিত অভিযোগ দেননি। যখনই মৌখিক কোনো অভিযোগ দিয়েছেন, তখনই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউএনওকে প্রকাশ্য এমন হুমকির প্রতিবাদ জানিয়েছে বিসিএস উইমেন নেটওয়ার্কসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours