ঢাকার বনানীর অরবিট রিক্রুটিং এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কুয়েত এয়ারপোর্ট থেকে ১৩ জন নতুন ভিসাধারী বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কুয়েত সিভিল এভিয়েশন।
বৃহস্পতিবার (২২ জুন) অরবিট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কুয়েতের আল ফয়সাল নামে একটি কোম্পানির ভিসায় কুয়েতে যান ১৩ বাংলাদেশি যুবক। এয়ারপোর্টে আসার পর ইমিগ্রেশন পুলিশের কাছে তারা জানতে পারেন, তাদের ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে এয়ারপোর্টে প্রবেশ করার ঘণ্টাখানেক আগেই!
কুয়েতে ইস্যু হওয়া নতুন ভিসার মেয়াদ থাকে তিন মাস। এ সময়ের মধ্যে ভিসাধারীকে দেশটিতে প্রবেশ করতে হয়। এ সময়ের মধ্যে প্রবেশ না করলে ভিসা বাতিল হয়ে যায়। আসার পর থেকে কুয়েত বিমানবন্দরের হোটেলে ছিলেন তারা। শনিবার (২৪ জুন) রাতের ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা রয়েছে।
ফ্লাইটটি কুয়েতে পৌঁছানোর পর যাত্রীরা ইমিগ্রেশন পর্যন্ত যেতে যেতে রাত ১২টা পেরিয়ে গেলে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, যার কারণে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ১৩ বাংলাদেশিকে কুয়েতে প্রবেশ করতে দেয়নি।
উন্নত জীবন ও পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ৭ লাখ থেকে ৮ লাখ টাকা খরচ করে কুয়েতে এসেছিলেন তারা। কিন্তু তীরে এসে তরী ডোবার মতো তাদের এখন ফিরতে হচ্ছে নিজ দেশে।
বাংলাদেশ দূতাবাস কুয়েতের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন জানান, খবরটি জানার পর দূতাবাসের পক্ষ থেকে কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। মালিক নিজে গিয়ে চেষ্টা করলে তাদের হয়ত কুয়েতে প্রবেশ করানো সম্ভব হবে। সম্পূর্ণ ব্যাপারটা এখন মালিকের ওপরে। আমাদের কাজ হচ্ছে কুয়েতে প্রবেশের পর।
+ There are no comments
Add yours