সেন্ট্রাল হসপিটালের প্রতারণা ও ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতি মাহবুবা রহমান আঁখির মৃত্যু ঘটনায় সেন্ট্রাল হসপিটাল এবং ডা. সংযুক্তা সাহার বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন স্বামী ইয়াকুব আলী সুমন।
রোববার (২৫ জুন) বেলা ১১টায় বিএমডিসি প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার বরাবর জমা দেওয়া এক আবেদনে এসব দাবির কথা জানান ইয়াকুব আলী সুমন। একইসঙ্গে স্ত্রী ও নবজাতকের মৃত্যুতে দুই কোটি ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তিনি।
আবেদনে ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমার প্রয়াত স্ত্রী মাহবুবা রহমান (আঁখি) সন্তান গর্ভধারণের পর অধ্যাপক ডা. সংযুক্তা সাহার ব্যথামুক্ত নরমাল ডেলিভারি বিষয়ক ফেসবুক ভিডিও দেখে তার কাছে চিকিৎসাসেবা ও ডেলিভারি করাবেন বলে সিদ্ধান্ত নেন।
সেই হিসেবে আঁখি কয়েক দফা সংযুক্তা সাহার চিকিৎসাসেবা গ্রহণ করে। এরপর গত ৯ জুন রাত ৯টায় আমার স্ত্রীর প্রসব ব্যথা হলে আমি প্রথমে সংযুক্তা সাহার অ্যাসিস্টেন্ট জমিরকে ফোন করে জানাই। এসময় ডা. সংযুক্তা সাহা চেম্বারে আছেন বলে জমির ও সংযুক্তা সাহার একজন অ্যাসিস্টেন্ট ডাক্তার আমাকে নিশ্চিত করে আঁখির অ্যাপয়েন্টমেন্ট নেয়।
+ There are no comments
Add yours