চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা রমজান আলী (৬০) একসময় কাজ করতেন বাইসাইকেল মেরামতের।
নাম রমজান আলী হলেও এলাকার মানুষ তাকে চেনেন জয় বাংলা নামে। কারণ, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গত ৩১ বছর ধরে ঈদুল আজহায় পশু কোরবানি দিয়ে আসছেন।
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিয়েও এর বিনিময়ে তার নেই কোনো চাহিদা। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, দিনমজুর রমজান উচ্চবিত্ত না হলেও বঙ্গবন্ধুকে ভালোবেসে প্রতি বছর কোরবানি দিয়ে থাকেন।
বুধবার (২৮ জুন) দুপুরে সরজমিনে শিবগঞ্জ পৌর এলাকার রমজানের বাড়িতে গিয়ে জানা যায়, যুবক বয়স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত তিনি। তাই ছোট থেকেই আওয়ামী লীগের সব মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করা ছিল তার নেশা। দলের প্রতি তার এমন অবদান ও ভালোবাসার স্বীকৃতি হিসেবে তার ডাকনাম জয় বাংলা নামে একটি মোড়ের নামকরণ করে পৌর কর্তৃপক্ষ। এমনকি তার দাবির প্রেক্ষিতে জয় বাংলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর মুর্যাল নির্মাণ করা হয়।
এ বিষয়ে রমজান আলী বলেন, শেখ হাসিনার প্রতি আমার ভালোবাসা দেখে অনেক আগে থেকেই এলাকার মানুষ আমাকে বঙ্গবন্ধুর ছেলে, কেউ আবার শেখ হাসিনার ছেলে বলে ডাকে। অনেকে পাগল বলে। এজন্য আমার নাম রমজান আলী হলেও আমাকে সবাই জয় বাংলা নামেই চেনে। এমন কাজ করতে পেরে আমি গর্বিত।
ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম বলেন, দলের জন্য পাগল রমজান আলী। তার ভালোবাসা ও দলের প্রতি ত্যাগ অন্য সকলের জন্য অনুকরণীয়। নিজের আয় তেমন বেশি না হলেও সোখান থেকে প্রতিবছর প্রধানমন্ত্রীর নামে কোরবানি দেয়।
+ There are no comments
Add yours