ময়মনসিংহের তারাকান্দায় আব্দুল খালেককে (৬৫) হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার এবং হত্যার সঙ্গে জড়িত পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ (৩০ জুন) দুপুরে র্যাব ও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ঈদের দিন ভোরে জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া পূর্বপাড়া গ্রামে সড়কের পাশের ডোবায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরবর্তীতে মরদেহটি ময়মনসিংহ নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চায়নামোড় এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল খালেকের বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মো. সোহাগ বাদী হয়ে বৃহস্পতিবার তারাকান্দা থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তারাকান্দা থানাধীন জয় বাংলা বাজারের আলম খাঁ মোড় এলাকা থেকে মো. শহিদুল ইসলাম রতন (২৪) ও সুমন মিয়াকে (২৩) গ্রেপ্তার করে।
রতন বিসকা ইউনিয়নের কাকনীকোনা গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমন সদর উপজেলার চরখরিচা গ্রামের মো. ইউসুব আলীর ছেলে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
ডিবির ওসি সফিকুল ইসলাম বলেন, পরিকল্পিত হত্যায় মোট চারজন আসামি সরাসরি অংশ নেয়। মাস্টারমাইন্ড একজন এখনও পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান চলছে।
+ There are no comments
Add yours