দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ছৈয়দাবাদ সবুজ সংঘ।
শুক্রবার ( ০৭ জুলাই) বিকাল ৪ টায় চন্দনাইশ উপজেলায় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ছৈয়দাবাদ সবুজ সংঘের উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত বয়েরা খালের উপর অবৈধ স্থাপনা নির্মান, ময়লা আর্বজনা
নিক্ষেপ ও দীর্ঘদিন পূর্ণখননের অভাবে খালটি ভরাট হয়ে প্রতি বর্ষা মৌসুমে পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পার্শবর্তির এলাকার দোকানপাট ফসলি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাই এই খালটি পূর্ণখনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ময়লা আবর্জনা মুক্ত রাখার জন্য জোর দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এতে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি এম আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক আহমাদুর রহমান, সহ-সভাপতি মাষ্টার আব্দুল আজিজ।উপদেষ্টা হেলাল উদ্দিন চৌধুরী, এডভোকেট দেলোয়ার হোসেন ( সাংবাদিক), মাষ্টার মনিরুল ইসলাম চৌধুরী। সংগঠনের সদস্য আব্দুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মুহাম্মদ কমরুদ্দিন, রেজাউল করিম চৌধুরী দুলাল মনজুর মোর্শেদ, এডভোকেট সোহেল আরমান, মোস্তাফিজর রহমান, জসিম উদ্দিন প্রমুখ।
+ There are no comments
Add yours