ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
তৃতীয় ধাপে কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নাম ঘোষনা করেন। এতে উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে হায়দার আলী মিঞার নাম ঘোষনা করা হয়।
বিএনপির এই প্রার্থী সাবেক উলিপুর পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। এদিকে কেন্দ্রে নাম ঘোষনার পর বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় প্রার্থী হায়দার আলী মিঞাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করে বক্তব্য রাখেন পৌরসভার বর্তমান মেয়র তারিক আবুল আলা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক প্রভাষক সোলায়মান আলী প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী ৩ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারী। এ পৌরসভায় মোট ভোটার ৩৭ হাজার ৯শ ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৫শ ৩৯ জন ও মহিলা ভোটার ১৯ হাজার ৩শ ৭৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৮টি, প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে।
+ There are no comments
Add yours