চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল (১০ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৪৫৩ কেজি পলিথিন জব্দ এবং পলিথিনের শপিং ব্যাগ মজুত করায় ৮ দোকানিকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামকে একটি পলিথিনমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ঠেকাতে ১ জুলাই থেকে চট্টগ্রামে পলিথিন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
পরিবেশের জন্য ক্ষতিকর সব ধরনের পলিথিন ব্যাগ ও পলিইথাইলিনজাত দ্রব্য ব্যবহার, বাজারজাতকরণ, বিক্রয়, প্রদর্শন ও মজুদ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
+ There are no comments
Add yours