পটুয়াখালীতে পরিত্যক্ত বোতল দিয়ে ডাস্টবিন তৈরি

Estimated read time 0 min read
Ad1

পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকার ৪ লেন সড়কের রাস্তার ওপরে দেখা মিলছে বোতল দিয়ে তৈরি করা অভিনব ডাস্টবিন।

শুধু ঝাউতলা এলাকায়ই নয়, শহরের বাসস্ট্যান্ড, লঞ্চ ঘাট জুবলি স্কুল এলাকায় রয়েছে এই বোতল ডাস্টবিন। পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা চমৎকার এই ডাস্টবিন দৃষ্টি কাড়ছে পথচারীদের। আনন্দ নিয়েই অনেককে এই ডাস্টবিন ব্যবহার করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ত করতে এবং যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বানানো হয়েছে ডাস্টবিনগুলো।

আর অভিনব এই উদ্যোগটি নিয়েছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রাইয়ান। তিনি পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও বর্তমানে পদ প্রত্যাশী। ছাত্রলীগের পক্ষ ব্যক্তি উদ্যোগে তিনি বৃহস্পতিবার শহরের গুরুত্বপূর্ণ স্থানে তিনি পাঁচটি ডাস্টবিন স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, পরীক্ষামূলকভাবে পাঁচটি ডাস্টবিন তৈরি করেছি। তবে এখন আরও তৈরি করে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দেব। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এমন একটি উদ্যোগ গ্রহণ করতে পেরে ভালো লাগছে। এটি মূলত মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের একটি উদাহরণ।

পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ইমরান সালেহীন বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় পর্যাপ্ত ডাস্টবিনের অভাবে আমরা নির্দিষ্ট যায়গায় প্লাস্টিকের বর্জ্য ফেলতে পারি না। দেখতে একটু ভিন্ন আকৃতির হওয়ায় এই উদ্যোগ আমাদের প্লাস্টিকের মোড়ক আর বোতলগুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে উৎসাহ দিচ্ছে।

প্লাস্টিকের বর্জ্য দিয়ে ভরে গেলে বোতল আকৃতির এই ডাস্টবিনগুলো পটুয়াখালী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা পরিষ্কার করে দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours