বেরোবিতে চুরির ঘটনায় গ্রেপ্তার ২

Estimated read time 1 min read
Ad1

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনিস্টিটিউটে নৈশপ্রহরীকে বেঁধে রেখে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রংপুরের তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশ।

আজ (১৪ জুলাই) বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান খান মারুফ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনিস্টিটিউটে চুরির ঘটনায় তাজহাট থানায় গত ১১ জুলাই মামলা হয়। এরপর আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি।

এতে চুরির সঙ্গে জড়িত চকবাজার পশ্চিমপাড়া এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে ফরহাদ ও খামার মোড় এলাকা থেকে থেকে শ্রী মানিক মোহন্তকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কাছ থেকে চুরি হওয়া পানির পাম্প উদ্ধার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের শুরুর দিকে শেখ হাসিনা হল ও ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠলে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথাযথ তদারকির অভাবে নির্মাণাধীন ভবনগুলো থেকে নিয়মিত চুরি হওয়া শুরু হয়। ইতোমধ্যে ভবনগুলো থেকে গুরুত্বপূর্ণ কয়েক লাখ টাকার মালামালের কোনো হদিস নেই।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours