সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কাঁঠাল কাণ্ডে সংঘর্ষে ৪ জন নিহতের রেশ কাটতে না কাটতেই এবার ছাগল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
আজ (১৪ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের আবদুস সত্তার ও আমিনুর রহমানের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার ঘোড়াডুম্বুর গ্রামের আবদুস সত্তারের একটি ছাগল প্রতিবেশী আমিনুর রহমানের বাড়ির আঙিনার গাছের পাতা খায়। গাছের পাতা খাওয়ায় ছাগলটির গায়ে কাদা লেপে দেয় বাড়ির এক শিশু।
এ ঘটনাকে কেন্দ্র করে আবদুস সত্তার ও আমিনুর রহমানের লোকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শান্তিগঞ্জ থানা পুলিশ।
+ There are no comments
Add yours