ফরিদপুরে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। নতুন করে গত ২৪ ঘণ্টায় ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানুয়ারি থেকে শুক্রবার (১৪ জুলাই) পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জন। এরমধ্যে ১৬৪ জন সুস্থ হয়েছেন। বাকি ৮৩ জনের চিকিৎসা চলছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর বলেন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এজন্য আমাদের সচেতন হতে হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।
+ There are no comments
Add yours