রাজনৈতিক দল নিবন্ধনের খসড়া প্রকাশ হতে পারে আজ

Estimated read time 1 min read
Ad1

কোন কোন নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে সে বিষয়টির খসড়া আজ (রোববার) প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

আজ (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আউয়াল কমিশনের ২১তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা শুরু হবে।

নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নেত্রকোনা-৪ আসনের ভোটের বিষয়টি রাখা হয়েছে। এ দুটি বিষয়ে আজকের কমিশন সভায় সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। তবে নতুন দল নিবন্ধন নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা ও আগ্রহ রয়েছে।

জানা গেছে, নতুন দল হিসেবে নিবন্ধন পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় ১২টি রাজনৈতিক দল রয়েছে। সেগুলো হচ্ছে- আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)।

এসব রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি ও মাঠ পর্যায়ের কার্যালয় সক্রিয় রয়েছে কি না তা দুই দফা যাচাই করেছে ইসি। ওই দুই দফার প্রতিবেদনের ওপর ভিত্তি করে নতুন দল নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours