জামালপুরে দুরারোগ্য রোগে আক্রান্ত, অসহায় রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করেছে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন।
মঙ্গলবার (১৮ জুলাই ) বিকেলে উপজেলা মিলনায়তনে ৫০জন রোগীর পরিবারের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
জামালপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়।
এর মধ্যে দুরারোগ্য ব্যাধি ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারের এ সহযোগিতা দেওয়া হয়।
আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে তৃতীয় -চতুর্থ ধাপে এবার ৫০জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৫লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে
এ বিষয়ে,জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন বলেন, এই সরকারের আমলে অসহায় মানুষ যে সহায়তা গুলো পাচ্ছে যা বিগত সরকারের আমলে পায়নি।
বিভিন্ন রোগে আক্রান্ত এই অসহায় মানুষদের অর্থসহায়তা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী সরকার কে বিজয়ী করতে পারলে আগামীদিনে আরো বেশি সহায়তা পাবে বাংলাদেশের সাধারণ মানুষ।
আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেনো আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করে। আমিও দোয়া করি আপনাদের আল্লাহ পাক সুস্থ করে দিক।
এসময় উপস্থিত ছিলেন,জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
+ There are no comments
Add yours