
চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপর চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসে হামলা চালানো হয়।
বুধবার (১৯ জুলাই) বিকেলে দুই দলের অফিসে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, পদযাত্রা কর্মসূচি থেকে বিএনপি নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। হামলায় নির্বাচনী কার্যালয়ে থাকা সিকিউরিটি গার্ডসহ কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হয়ে মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনে পাল্টা হামলা করেন। এসময় কার্যালয়টিতে ভাঙচুর চালানোর পাশাপাশি কার্যালয়ের সামনের সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন তারা।
এর আগে আজ (বুধবার) দুপুর থেকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। কেন্দ্রঘোষিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
+ There are no comments
Add yours