
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের র্শীষ নেতাদের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে সাতটা পর বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক চলছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে নিশ্চিত করেছে। বৈঠকের শুরুতে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বৈঠকে উপস্থিত রয়েছেন, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ।
জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে যে তৎপরতা চলছে, সেগুলো নিয়েও কথা হবে। আওয়ামী লীগ সভাপতি ১৪ দলের নেতাদের যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের বিষয়ে নানা তথ্য জানাবেন।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
+ There are no comments
Add yours