শেরপুর জেলায় বসবাসরত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মৃত্যুর পর লাশ সৎকারের জন্য পুলিশ সুপার শেরপুর মহোদয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী কবরস্থানের জায়গার দলিল হস্তান্তর করলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ও পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ।
গত (৩০ অক্টোবর ২০২২ ) শেরপুর সদর থানাধীন আন্ধারিয়া-সুতিরপাড় এলাকায় তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর গুচ্ছগ্রাম প্রাঙ্গণে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এবং প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক শেরপুরের সভানেত্রী সানজিদা হক মৌ।
অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর মৃত্যুর পর লাশ সৎকার নিয়ে বিড়ম্বনা ও সামাজিকভাবে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়। বিষয়টি জানার
পর পুলিশ সুপার প্রধান অতিথির বক্তব্য , সেই সমস্যা সমাধানে জন্য জেলার তালিকাভুক্ত ৫২ জন হিজড়ার মধ্যে যে কারও মৃত্যু ঘটলে তিনি তার মরদেহ সৎকার এবং কাফন-দাফনের সব ব্যয় ব্যক্তিগতভাবে বহনের দায়িত্ব-সহ তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর জন্য পৃথক কবরস্থান নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।
সেই কথা অনুযায়ী ২১ জুলাই ( শুক্রবার ) শেরপুর জেলায় বসবাসরত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুচ্ছগ্রাম প্রাঙ্গণে শেরপুর জেলা পুলিশের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে শেরপুর জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকারের হাতে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের ব্যক্তিগত অর্থায়নে তৃতীয় লিঙ্গ ও সাধারণ মানুষের জন্য কবরস্থান “শেষ ঠিকানা’র” দলিলপত্র হস্তান্তর করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ( বিপিএম ) ও পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ।
এর আগে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী কবরস্থান “শেষ ঠিকানা’র” মোড়ক উন্মোচন করে কবরস্থানের শুভ উদ্বোধন করে , কবরস্থানে বিভিন্ন জাতের ফলজ ও ভেষজ বৃক্ষ রোপণ করেন।
এসময় শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান সহ জেলা পুলিশের পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours