বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ (২২ জুলাই) বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৮৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৩ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ জন।
এছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে ২৬ জন, পিরোজপুরে ৩৭ জন, বরগুনায় ৩১ জন, ভোলায় ৪১ জন, ঝালকাঠি হাসপাতালে ১১ জন। ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ২৮৭২ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ২১৮৪ জন। বিভাগে এখন পর্যন্ত তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। এই কর্মকর্তা বলেন, বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।
+ There are no comments
Add yours