নলছিটিতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Estimated read time 1 min read
Ad1

ঝালকাঠির নলছিটিতে মৎস্য সপ্তাহ-২৩ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সেমবার (২৪ জুলাই) সকাল ১১টায় মৎস্য অফিসার’র কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রী।

মৎস সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য সপ্তাহ সফল করতে ব্যানার, ফেস্টুন সহ র্যালী, চাষিদের পুস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানি ও ভৌত রাসায়নিক পরীক্ষা, প্রামান্যচিত্র প্রদর্শন, মৎস্য উপকরণ বিতরণসহ তাদের গৃহীত নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবার পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। ২৪ থেকে ৩০শে জুলাই জাতীয় ভাবে পালিত হচ্ছে এ মৎস্য সপ্তাহ।

মতবিনিময় সভায় উজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ২৫জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours