নতুন জেলা প্রশাসক ইমরান আহমেদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

Estimated read time 1 min read
Ad1

জামালপুরে নতুন জেলা প্রশাসক ইমরান আহমেদ এর সাথে জামালপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে নবাগত জেলা প্রশাসক ইমরান আহমেদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরে তাকে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতা’রা। এসময় সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পক্ষে জামালপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইমরান আহমেদ বলেন, বড় চ্যালেঞ্জ নিয়ে এ জেলায় এসেছি। মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রেখে জামালপুরে উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই।বাল্য বিবাহর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই মিলে একতাবদ্ধ হয়ে প্রচেষ্টা চালিয়ে যাবো।

পরে জেলায় কর্মরত সাংবাদিকরা মাঠপর্যায়ের কাজ করার ক্ষেত্রে নানা চিত্র তুলে ধরে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন নবাগত জেলা প্রশাসক।

উল্লেখ্য সোমবার (১০ জুলাই) মেহেরপুর,শেরপুর, জামালপুর, মুন্সীগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় নতুন ডিসিকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. ইমরান আহমেদকে জামালপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহন করার পর এই প্রথম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।তিনি সাবেক জেলা প্রশাসক শ্রাবস্তী রায় এর স্থলাভিষিক্ত হলেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours