উখিয়া( কক্সবাজার) প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির অভিযোগে কথিত মা-বাবা ও দালালসহ ৩৩ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ।
মামলার সুত্রে রোববার (৩ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি উপজেলার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ ঘটনায় জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো-নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির তুমব্রু এলাকার বাসিন্দা মহিউদ্দিন চৌধুরী (২৮),ক্যাম্প পাড়ার আবছার কামাল (৪২),রেজু আমতলী পাড়ার হামিদ হোছেন (২৭), রেজু আমতলী পাড়ার মোহাম্মদ রশিদ (২৬), রেজু আমতলী পাড়ার নুর আলম (২৫) ও আলী হোছন (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আলমগীর হোসেন জানান, মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়া ও রোহিঙ্গাদের সহযোগিতার অভিযোগে কথিত মা-বাবা পরিচয়দানকারী ব্যক্তি, দালাল চক্রসহ ৩৩ জনের নামে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ ৪২০/৩৪ ধারায় পেনাল কোড তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৪ধারা তৎসহ ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৮ ধারা তৎসহ জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ১৪ধারায় ৩১ ডিসেম্বর মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ ঘটনায় জড়িত ৬ আসামিকে গ্রেপ্তার করে। এছাড়াও মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
+ There are no comments
Add yours