প্রতিবেশী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে এক নারীকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
বুধবার (২৬ জুলাই) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের শশাতলা গ্রামের জামাল মল্লিকের স্ত্রী রুমা আক্তার (৩০)। বিষয়টি বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছে সহকারী পাবলিক প্রসিকিউটর আশ্রাফুল আলম। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় আদালতে মামলা হলে ট্রাইব্যুনাল মামলাটি বরগুনা থানায় এজাহারের নির্দেশ দেন। বরগুনা থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
এ বিষয়ে আসামি আকরাম মিয়া বলেন, আমার মান সম্মান রুমা আক্তার শেষ করে দিয়েছে। আমি রুমা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের ১৮ এপ্রিল ওই ট্রাইব্যুনালে মামলা করি। রুমা আমার চেয়ে বয়সে বড়। তার স্বামীর সঙ্গে আমার জমাজমি নিয়ে বিরোধ থাকার কারণে আমার বিরুদ্ধে রুমা জঘন্য ও মিথ্যা মামলা করেছে। আমি ন্যায় বিচার পেয়েছি।
+ There are no comments
Add yours