ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছে পুলিশ।
বিএনপির দাবি তাদের নেতাকর্মীদের ঢাকায় ঢুকতে বাধা দেয়া হচ্ছে। তবে পুলিশের দাবি অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। পর্যাপ্ত গণপরিবহনের অভাবে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
আজ (২৮ জুলাই) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে বেশ কয়েকটি স্থানে পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক ও শিমরাইল চেক পোস্টে সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কে গণপরিবহনের তেমন চাপ নেই। স্বাভাবিকের চেয়ে মহাসড়ক বেশ ফাঁকা। তবে সড়কে যাত্রী অনুপাতে গণপরিবহনের সংখ্যা কম হওয়ায় সাধারণ যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমীর খসরু জানান, দেশের সর্ববৃহৎ দুই রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কাজ করছে পুলিশ।
মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ তল্লাশি চালাচ্ছে। কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য কেউ বহন করছে কিনা সেটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
+ There are no comments
Add yours