নান্দিনায় সাবেক-বর্তমান ছাত্রলীগের মতবিনিময় সভা

Estimated read time 1 min read
Ad1

বাংলাদেশ ছাত্রলীগ সাবেক নান্দিনা সাংগঠনিক থানা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় নান্দিনা পূর্ববাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রলীগ নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মাসুদ রানা শ্যামলের সভাপতিত্বে এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুঈন ইয়াজদানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নব্বইয়ের স্বৈচারবিরোধী আন্দোলনের সক্রিয় ছাত্রলীগ নেতা, নান্দিনা কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস, জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আখতারুজ্জামান বেলাল,

নব্বইয়ের স্বৈচারবিরোধী সর্বদলীয় ছাত্রঐক্যের আহবায়ক, নান্দিনা কলেজের সাবেক ভিপি, ৯নং রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রাজ্জাক,

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মো: খলিলুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ, ৯নং রানাগাছা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মো: ফজলুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহীন, সহ সভাপতি দেলোয়ার হোসেন মানিক, সহ সভাপতি মো: হাফিজুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সদর উপজেলা (পূর্ব) শাখার আগামী কমিটি বাংলাদেশ ছাত্রলীগ নান্দিনা সাংগঠনিক থানা শাখা নামে গঠন, রাতের আধারে ফেইসবুকে বিজ্ঞপ্তির মাধ্যমে নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার উপর বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ।

বক্তারা জানান, বিগত ৪২ বছর ধরে বাংলাদেশ ছাত্রলীগ নান্দিনা সাংগঠনিক থানা শাখার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। জামালপুর পূর্বাঞ্চলের ৯টি ইউনিয়নের ছাত্রলীগের কার্যক্রম শক্তভাবে পরিচালনা, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সংগ্রাম, জামাত-বিএনপির দু:শ্বাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের বলিষ্ট ইতিহাস রয়েছে।

নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা গত ৯১ এর বিএনপি ও গত ২০০১ এর বিএনপি-জামাত বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য হামলা, মামলার শিকার হয়েছে। নির্যাতনের শিকার হয়েছেন। তখনকার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা নান্দিনা রেল স্টেশনে ট্রেন অবরোধ করে বিএনপি-জামাত সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রাম করেছে। বিশ্বের অন্যতম গণমাধ্যম বিবিসি থেকে নান্দিনায় ট্রেন অবরোধের খবর প্রচার করা হয়েছিল।

ওই ঘটনায় বিএনপি, জামাত সরকারের হামলা মামলার শিকার হয়েছে। নেতাকর্মীরা জেল খেটেছেন। তখনকার সময় নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধের কারণে বিএনপি, যুবদল, ছাত্রদল, জামাত-শিবির কোনঠাসা হয়ে থাকতো। বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন সময়েও নান্দিনা থানা ছাত্রলীগের সাহসী ভুমিকার জন্য সদরে বিএনপি কোনঠায় থাকতো। বিএনপি’র সকল সন্ত্রাসী কর্মসূচি নৎসাৎ করতে ছাত্রলীগ অগ্রণী ভুমিকা পালন করেছে।

ছাত্রলীগই সবার আগে মাঠে নেমেছে। মাঠে থেকেছে। অথচ দু:খের সাথে আজ বলতে হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ নান্দিনা সাংগঠনিক থানা শাখার নাম আজ রাতারাতি বদলে ফেলা হয়েছে। যা কিনা অত্যন্ত দু:খজনক।

বক্তারা ছাত্রলীগের নান্দিনা সাংগঠনিক থানার শাখার নাম পুনর্বহালের দাবি জানান জেলা ও উপজেলা নেতৃবৃন্দের কাছে। এটি তাদের ছাত্র রাজনীতিতে অতীতের ত্যাগের স্বীকৃতি’র দাবী বলে তারা জানান।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours