রাজধানীর গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
আজ (২৮ জুলাই) সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)।
প্রত্যক্ষদর্শী সোহাগ নামে এক তরুণ জানান, আওয়ামী লীগের সমাবেশ শেষে এলাকায় ফেরার পথে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সমর্থক এবং কেরানীগঞ্জের শাহিন চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
ওই সময় বিএনপির কয়েকজন কর্মী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ফলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে কোন গ্রুপ চাকু দিয়ে আঘাত করে তা আমি বলতে পারব না। আমি আমার বন্ধু আরিফুলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্ধ্যার পর গুলিস্তানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহ হাসপাতালে এসেছে এবং চারজন আহত অবস্থায় এসেছে। এই দুই গ্রুপের রাজনৈতিক পরিচয় কী, এ মুহূর্তে আমরা বলতে পারছি না। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনেছি। কারা কারা সংঘর্ষে জড়িয়েছে আমরা এখনো সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। তবে ধারণা করছি, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এটি হতে পারে।
+ There are no comments
Add yours