
হবিগঞ্জের পৃথক স্থানে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) শায়েস্তাগঞ্জ ও বাহুবলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের নোয়াগড় গ্রামের জুলহাস মিয়ার ছেলে তোহা মিয়া (৬) ও শায়েস্তাগঞ্জের বারলাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে রিহান মিয়া (৩)।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, বুধবার দুপুরে শিশু রিহান বাড়ির সবার অগোচরে পাশের ময়লাযুক্ত একটি ডোবায় পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ ওই ডোবায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, বাড়ির পাশের ডোবায় তোহা পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
+ There are no comments
Add yours