রাজধানীর মোহাম্মদপুর থানার আপন আলো গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইমন (১৯) নামে এক যুবক আহত হয়েছেন।
আজ সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় এক রিকশাচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে।
গুরুতর আহত ইমন জানান, কে বা তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছে থাকা মোবাইল ফোন ও ৭ হাজার টাকা নিয়ে গেছে।
শংকর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এসেছি। হাসপাতালের নাক কান গলা বিভাগে তার চিকিৎসা চলছে।
মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ মো. জাফর বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আহত এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটি আমরা খতিয়ে দেখছি।
+ There are no comments
Add yours