সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদী থেকে আব্দুল করিম ইকবাল (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইকবাল জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে ইকবাল বাড়ি থেকে বের হন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো হদিস পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পর আজ তার মরদেহ পিয়াইন নদীতে পাওয়া যায়।
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, বেলা ১১টার জাফলংয়ের পিয়াইন নদীতে ইকবালের মরদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
+ There are no comments
Add yours