স্কুল শিক্ষার্থী হৃদয় খান নিবিড়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আজ (২ আগস্ট) বেলা ১১ টায় শরীয়তপুরের শিশু কানন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
শিশু কানন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মশিউর রহমান বলেন, গত সোমবার বিকেল ৪টায় হৃদয় খান নিবিরকে অপহরণের পর সে চিৎকার করলে পেছন থেকে তাকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিবিড় মেধাবী ও বিনয়ী শিক্ষার্থী ছিল। তার হত্যাকারী ও পরিকল্পনাকারীদের ফাঁসির দাবি জানাই।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করার সময় তারা নিবিড় হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডের খুঁজে বের করে অপরাধী সকলকে দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রদান করেন।
+ There are no comments
Add yours