‘এতিম মেয়েদের দক্ষ মানবসম্পদে রুপান্তরিত করা আমাদের প্রচেষ্টা’

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম জেলার রাউজান উরকিরচর গ্রামে এতিম মেয়েদের নিয়ে ২০১৩ সালে গড়ে উঠেছে আল্লামা অধ্যক্ষ হাছান রেজা প্রতিষ্টিত মুহিব্বানে আ’লা হযরত সুন্নিয়া মহিলা মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা।

এই প্রতিষ্টানটি পরিচালিত হয়ে আসছে আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাষ্ট কর্তৃক। বর্তমানে ছাত্রী সংখ্যা ৪৭ জন। ছাত্রীদের সম্পূর্ণ ভরণপোষণ খাওয়া দাওয়া পড়ালেখার যাবতীয় ব্যয়বার বহন করে আব্দুল মালেক ট্রাষ্ট।দক্ষ মহিলা শিক্ষক ও মনোরম পরিবেশে এখানে পাঠদান দেওয়া হচ্ছে।

ট্রাষ্টের চেয়ারম্যান আল্লামা অধ্যক্ষ হাছান রেজা বলেন তাহার মরহুম পিতা আব্দুল মালেক শাহের আমৃত্যু স্বপ্ন ছিল এতিম মেয়েদের জন্য একটি মাদ্রাসা প্রতিষ্টা করা।কিন্তু সম্ভব হয় নাই তাই তার বাবার স্বপ্ন কে বুকে ধারণ করে দীর্ঘ প্রচেষ্টার পর ধীরে ধীরে আজ স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।

আমাদের ট্রাষ্টের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে সমাজের পিতৃহীন এতিম মেয়েদের কে সংগ্রহ করে শিক্ষিত ও কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রুপান্তরিত করে সমাজে প্রতিষ্টিত করা। দেশের মানুষের নিকট আমার আবেদন সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক এতিম মেয়েদের জন্য প্রত্যেক উপজেলায় কমপক্ষে একটি হলে ও এরকম প্রতিষ্টান করে এতিম অসহায় মেয়েদের জীবন কে সুন্দর ও স্বার্থক করার পথ সুগম করে দেওয়া হউক। উল্লেখ্য যে মৌলানা আব্দুল মালেক শাহ উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা।

কাজী হোসাইন রেজা, রাউজান উপজেলা প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours