
রংপুরে ৩০ গ্রাম হেরোইন রাখার দায়ে হরিশ চন্দ্র রায় নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ (৬ আগস্ট) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি নয়নুর রহমান টফি।
আসামি হরিশ চন্দ্র রায় রংপুর নগরীর আলমনগর খামারপাড়া এলাকার গিরিশ চন্দ্র রায়ের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয়। সেখান থেকে আসামিকে পুলিশের প্রিজন ভ্যানে রংপুর কারাগারে পাঠানো হয়।
ওই মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রোববার দুপুরে বিজ্ঞ বিচারক কৃষ্ণকান্ত রায় আসামি হরিশ চন্দ্র রায়কে দোষী সাব্যস্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি নয়নুর রহমান টফি জানান, আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে। সেই সঙ্গে এ রায়ের মাধ্যমে একটা বার্তা দেওয়া হলো মাদক ব্যবসা করে ধরা পড়লে শাস্তি ভোগ করতে হবে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours