
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া কাঠের পুল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন। গতকাল (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কাঠের পুল এলাকার ড. মাহবুব মোল্লা কলেজের সামনে এক যুবক পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবগত করে। পরে পুলিশ এসে আমরাসহ যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) আসাদুজ্জামান বলেন, জাতীয় জরুরি সেবার মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours