নেত্রকোণার দুর্গাপুরে বুরুঙ্গা খালের ওপর নির্মিত সেতু ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুটির বিকল্প সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই সেতু পার করতে হচ্ছে স্থানীয় স্কুলকলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ও যানবাহনকে।
গতকাল (৬ আগস্ট) দেখা গেছে, অতিরিক্ত বালু ও পাথর বোঝাইসহ ভারী যানবাহন চলাচলের কারণে সেতুর পাটাতনের বিভিন্ন অংশ ভেঙে যায়।
ভেঙে যাওয়া অংশে এর আগেও সিমেন্ট ও সুরকি দিয়ে ঢালাই দেওয়া হলেও বর্তমানে ভারী যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সেতুর পাটাতনে পুনরায় ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, সেতু মেরামত না হওয়ার আগ পর্যন্ত সেতু দিয়ে ভারী যানবাহন বন্ধ রাখা দরকার।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান বলেন, বুরুঙ্গা সেতু ভাঙার খবর পেয়েছি। ওই এলাকার বেশ কিছু সেতু ভারী যানবাহন চলাচলের কারণে দুর্বল হয়ে গেছে।
বুরুঙ্গা সেতু পরিদর্শনের জন্য লোক পাঠানো হয়েছে। সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য একটি প্রকল্পের আওতায় আনার প্রস্তাবনা দেওয়া হয়েছে। অতি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।
+ There are no comments
Add yours